শিরোনাম

South east bank ad

আনোয়ারায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

 প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

জাহিদ হাসান হৃদয়, (চট্টগ্রাম):

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ‘‘শতবর্ষে জাতির পিতা, সুবর্ণে স্বাধীনতা ; অভিবাসনে আনবো মর্যাদা ও নৈতিকতা’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শনিবার(১৮ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে ক্ষুদ্র ঋণ সংস্থা প্রত্যাশির সিমস প্রকল্পের আয়োজনে একটি র‌্যালি বের হয়ে উপজেলা প্রদক্ষিণ করে আবারো একই জায়গায় এসে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

প্রত্যাশির সিমস প্রকল্পের আনোয়ারা উপজেলা কোর্ডিনেটর চৌধুরী সাফায়াতুজ্জামান সিফাতের সঞ্চালনায় এবং প্রত্যাশির ফিন্যান্সিয়াল এরিয়া ম্যানেজার খোরশেদুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার শেখ জুবায়ের আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিও সমিতির সভাপতি আবছার তালুকদার,সাধারণ সম্পাদক রাজীব, উদ্দীপনের ফিন্যান্সিয়াল ব্রাঞ্চ ম্যানেজার বিশ্বনাথ চৌধুরীসহ উপজেলার বিভিন্ন এনজিও ও প্রবাসী পরিবারের সদস্যবৃন্দ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শেখ জুবায়ের আহমেদ বলেন,দেশে বড় অঙ্কের রেমিট্যান্স পাঠিয়ে থাকেন প্রবাসীরা।তারা আমাদের দেশের সম্পদ।কিন্তু প্রতিবছর আমাদের দেশ থেকে বিভিন্ন দালালদের হাতে প্রতারিত হয়ে প্রচুর মানুষ অবৈধ পথে বিদেশে যাচ্ছে।যার ফলস্বরূপ তারা বিভিন্নভাবে বিপদের সম্মুখীন হচ্ছেন।

এই সমস্যা থেকে উত্তরণে সরকার প্রতিবছর বিভিন্নভাবে মানুষকে সচেতন করে যাচ্ছে।প্রবাসীদের নিরাপদ অভিবাসনে সচেতনতার লক্ষে প্রত্যাশীর মতো সকল এনজিও সংস্থা ও সচেতন নাগরিকদের এগিয়ে আসার আহবান জানান তিনি।

এমএফ

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: