মাদারীপুরে অটিজম শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার
আরাফাত হাসান, (মাদারীপুর) :
মাদারীপুর মুজিব জন্মশতবর্ষ, স্বাধীনতা ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ক্রীড়া অধিদফতরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় মাদারীপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অটিজম শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকাল ৯ টায় প্রশিসেস প্রতিবন্ধী বিদ্যালয় মাঠে অটিজম শিশুদের ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে পুরস্কার বিতরণ করেন পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শিমুল কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় প্রতিবন্ধী ফোরামের মহাসচিব ও প্রশিসেস মাদারীপুরের নির্বাহী পরিচালক ড. সেলিনা আখতার।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মো: বকতিয়ার রহমান গাজী, প্রশিসেস প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আকবর হোসেন হাওলাদার, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সম্পাদক ত্রিনাথ দাস, প্রশিসেস প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সমন্বয়কারী আবির মাহমুদ ইমরান, জেলার সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও প্রায় ৪শ’ প্রতিবন্ধী শিক্ষার্থী। এ সময় আমন্ত্রিত অতিথিবৃন্দ অটিজম শিশুদের ক্রীড়া প্রতিযোগিতার নৈপুণ্য উপভোগ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক ড. রহিমা খাতুন প্রশিসেস প্রতিবন্ধী বিদ্যালয়ের পক্ষ থেকে ৩জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে সেলাই মেশিন বিতরণ করেন। এ সময় তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে বক্তব্য রাখেন।