বগুড়ায় ফেন্সিডিলসহ গ্রেপ্তার ২
প্রদীপ মোহন্ত, (বগুড়া) :
বগুড়ায় র্যাবের অভিযানে ৯৯ বোতল ফেন্সিডিলসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৫ ডিসেম্বর) গভীর রাতে সদরের মাটিডালি বিমান মোড়ের একটি খাবার হোটেলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ওই দুইজন হলো- লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার চন্দ্রপুরের মৃত হাসান আলীর ছেলে আব্দুল জলিল (৩৫) এবং সিলেটের মংলা বাজারের পশ্চিমবাগ আবাসিক এলাকার মৃত আসাব আলীর ছেলে লায়েক আহমেদ (৩২)।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বেলা ১২টার দিকে র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় পঞ্চগড় থেকে বগুড়া হয়ে যাত্রীবাহী একটি বাসে ঢাকায় মাদকের চালান যাচ্ছে। তখন সদরের মাটিডালি মোড়ে চেকপোস্ট বসানো হয় এবং অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ৯৯ বোতল ফেন্সিডিলসহ ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধার করা হয়।
র্যাব ১২ বগুড়ার কোম্পানী কমান্ডার (স্কোয়াড্রন লীডার) সোহরাব হোসেন জানান, দীর্ঘদিন ধরেই ওই দুই ব্যক্তি দেশের বিভিন্ন জায়গায় মাদক কেনাবেচা করে আসছিলো। বুধবার দিবাগত রাত মাটিডালি বিমান মোড়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় ওই দুইজনের কাছ থেকে ৯৯ বোতল ফেন্সিডিল, মোবাইল ও নগদ অর্থ উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, মাদক ও চোরাচালান বিরোধী তাদের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।