মায়ের ভালোবাসা!
আমজাদ হোসেন শিমুল
‘মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভাই, ইহার চেয়ে নাম যে মধুর ত্রিভুবনে নাই’ কবি কাজী কাদের নেওয়াজের ‘মা’ কবিতার এই চরণ দুটি যেন মা কুকুরটি হারে হারে রাজশাহীর মানুষদের উপলব্ধি করতে শেখালো।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা। প্রচ- শীত উপেক্ষা করে রাজশাহী নগরীর তেরখাদিয়া বিভাগীয় স্টেডিয়ামের গেটের সামনে মৃত দুই বাচ্চাকে পাহারা দিতে দেখা গেছে। অটোরিকশার চাপায় মারা যাওয়া কুকুরছানা দুটি রেখে কোনোভাবেই সরে যাচ্ছিলো ‘মা’।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাতটার দিকে ঐ কুকুরটির বাচ্চা দুটির একটি অটোরিকশা চাপায় মারা যায়। এরপর থেকে মা কুকুরটি তার মৃত দুই বাচ্চার পাশে বসে থাকতে দেখা যায়। পাশ দিয়ে কেউ যাওয়ার সময় মা কুকুরটি ঘেউ ঘেউ করে তেড়ে যাচ্ছিল। ফলে মৃত বাচ্চা দুটিকে রাস্তার মাঝখান থেকে সরানো যাচ্ছিল না। শোকে কাতর মা কুকুরটিকে সারাক্ষণ দুই বাচ্চার পাশে বসে থাকতে দেখা যায়।
স্থানীয় চা দোকানদার দুলাল হোসেন জানান, বাচ্চা দুটি মারা যাওয়ার পর থেকে মা কুকুরকে এক সেকেন্ডের জন্য তার মৃত দুই বাচ্চার পাশ থেকে নড়েনি। সন্তানের প্রতি ভালোবাসা প্রাণীদের মধ্যে আছে এটি তার একটি প্রমাণ। আরেক স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, ‘পৃথিবীতে মায়ের ভালোবাসার সঙ্গে অন্য কারও ভালোবাসার তুলনা হয় না। এজন্য ‘মা’ কথাটি ছোট্ট কিন্তু এর মহানুভবতা, ভালোবাসা, মধুর নাম পৃথিবীতে আর কিছ্ইু নেই। যা এই অবলা কুকুরটি দেখেই উপলব্ধি করা যায়।’