শিরোনাম

South east bank ad

নানা আয়োজনে রাজশাহীতে বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন

 প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

আমজাদ হোসেন শিমুল, (রাজশাহী ব্যুরো) :

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সেই মাহেন্দ্রক্ষণে বাংলাদেশ। তাই এ বছর অনেকটা ভিন্ন আবহে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে বিভাগীয় শহর রাজশাহীতে। যথাযোগ্য মর্যাদা আর উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে রাজশাহীতে উদযাপন করা হয়েছে বিজয়ের ৫০ বছর। মহান বিজয় দিবসের প্রথম প্রহরে রাজশাহী পুলিশ লাইন্সে ৫০ বার তোপধ্বনি করা হয়। দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীবাসী যেমন মেতেছেন বিজয়ের আনন্দে, তেমনি বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছেন একাত্তরের মহান মুক্তিযুদ্ধের শহীদদের।

বিজয় দিবসের প্রথম প্রহরেই রাজশাহীর প্রতিটি শহীদ মিনারে মানুষের ঢল নামে। রাজশাহী মহানগরীর ভুবনমোহন পার্ক শহীদ মিনার ও রাজশাহী কলেজ শহীদ মিনারে মুক্তিযোদ্ধা, রাজশাহী মহানগর আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল, সাংস্কৃতিক সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ও বিজয় র‌্যালি করেন। পরে ভোর সাড়ে ৬টা থেকে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রথমেই শ্রদ্ধা নিবেদন করেন- রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মো. হুমায়ুন কবীর। এরপর রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) মো. আব্দুল জলিল, পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল বাতেন, রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার মো.আবু কালাম সিদ্দিক, জেলা পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেন পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: