শিরোনাম

South east bank ad

জামালপুরে যথাযোগ্য মর্যাদায় বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস

 প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শামীম আলম, (জামালপুর) :

নানা আয়োজনের মধ্যে দিয়ে জামালপুরে যথাযোগ্য মর্যাদায় বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন কর্তৃক আয়োজনে জামালপুরের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম স্টেডিয়ামে সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এ দিবসটি পালন করা হয়।

দিবসটির শুরুতেই আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, ফেস্টুন ও শান্তির প্রতিক পায়রা অবমুক্ত করা হয়।

পরে সম্মিলিত কুচকাওয়াজ, শারীরিক কসরত প্রদর্শন ও পুরস্কার বিরতণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোর্শেদা জামান, জেলা প্রশাসক, জামালপুর। উপস্থিত ছিলেন পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ।

এসময় আরো উপস্থিত ছিলেন- ফারুক আহমেদ চৌধুরী,জেলা পরিষদ চেয়ারম্যান, অতিরিক্ত পুলিশ সুপার সদর ও সদর সার্কেল, ছানুয়ার হোসেন ছানু, মেয়র জামালপুর পৌরসভা, জেলা আনসার কমান্ডেন্ট, জেলার জামালপুর জেলা কারাগার, পরিচালক, ফায়ার সার্ভিস জামালপুর, জেলা পুলিশ ও জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ, পুনাক নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক শিক্ষিকা বৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমূখ।

অনুষ্ঠান শেষে কুচকাওয়াজ, শারীরিক কসরত ও ডিসপ্লেতে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: