মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সোনালী ব্যাংকে কর্মসূচী পালন
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
সোনালী ব্যাংক লিমিটেডে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে।
দিনের শুরুতেই ব্যাংক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী ও সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ আতাউর রহমান প্রধান।
এরপর তারা ব্যাংক ভবনের সামনে স্থাপিত স্বাধীনতার স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন।
এসময় ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, নির্বাহীগণসহ সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন। বিকালে ব্যাংক ভবন চত্বরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
উল্লেখ্য সকল কর্মকান্ড সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে পারিপালিত হয়েছে।