শিরোনাম

South east bank ad

বগুড়ায় র‌্যাবের অভিযানে ডাকাতি প্রস্তুতি সময় গ্রেপ্তার-৪

 প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

প্রদীপ মোহন্ত, (বগুড়া) :

বগুড়ায় ডাকাতি প্রস্তুতি অভিযোগে চার যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার (১৪ নভেম্বর) রাত ৯ টায় সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের দক্ষিণপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, বগুড়া শহরের বৃন্দাবন পাড়া এলাকার রাকু মিয়ার ছেলে ফরহাদ আহম্মেদ (৩২), জামিলনগর এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে মোনারুল ইসলাম (২৭), উত্তর চেলোপাড়ার মৃত মনজু শেখের ছেলে সজিব শেখ (২৩) ও গাবতলী উপজেলার রামেশ্বপুর গ্রামের নুর আলমের ছেলে রাকিবুল ইসলাম (২০)।

বুধবার সকালে র‌্যাব-১২ বগুড়া পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে গ্রেপ্তার চার যুবক ডাকাতি সংগঠিত করার জন্য শাখারিয়া দক্ষিণপাড়া এলাকায় অবস্থান করছে। পরে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় চার যুবকের কাছ থেকে ৩ টি ছুরি, দঁড়ি ও নগদ টাকা উদ্ধার করে র‌্যাব।

র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (স্ক্রোয়াডন লিডার) সোহরাব হোসেন জানান, গ্রেপ্তার হওয়া সবায় ডাকাতি সংগঠিত করার প্রস্তুতি নিচ্ছিল। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: