ময়মনসিংহে ১৮-২৩ ডিসেম্বর পরিবার কল্যাণ সেবা প্রচার সপ্তাহ
মোঃ নজরুল ইসলাম, (ময়মনসিংহ) :
‘পরিবার পরিকল্পনা, মা ও শিশু সেবা গ্রহন করি, বাল্যবিয়ে এবং অনাকাঙ্খিত গর্ভধারণ রোধ করি’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে আগামী ১৮-২৩ ডিসেম্বর সারাদেশের ন্যায় ময়মনসিংহ জেলা ও উপজেলা পর্যায়ে পরিবার কল্যাণ সেবা প্রচার সপ্তাহ উদযাপন করা হবে। এটি বাস্তবায়নে বুধবার সকালে স্থানীয় জেলা পরিষদের শিল্পাচার্য জয়নুল আবেদিন হলরুমে এক অ্যাডভোকেসী ও প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
ময়মনসিংহ জেলা পরিবার পরিকল্পণা বিভাগ আয়োজিত উপ-পরিচালক মেহেরুন্নেসা সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পণা ময়মনসিংহ বিভাগীয় পরিচালক মোহাম্মদ আব্দুল আওয়াল। এসময় আরো বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক ফেরদৌসী বেগম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ রুকন উদ্দিন, জেলা পরিবার পরিকল্পণা বিভাগের সহকারি পরিচালক কাজী মাহফুজুল করিম ও ডাঃ নার্গিস মোর্শেদা, মেডিকেল অফিসার ডাঃ ফয়সল আহমেদ প্রমূখ।
এসময় বিভিন্ন সাংবাদিকদের প্রশ্নের উত্তর প্রদান করে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।