ভোলায় আ.লীগের ৯ ‘বিদ্রোহী’ প্রার্থী বহিষ্কার
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
দলীয় সিদ্ধান্ত না মানায় ভোলার বোরহানউদ্দিনে আওয়ামী লীগ-যুবলীগের ৯ ‘বিদ্রোহী’ চেয়ারম্যান প্রার্থীকে বহিষ্কার করেছে উপজেলা আওয়ামী লীগ। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তাদের দল থেকে বহিষ্কার করা হয়।উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোরহানউদ্দিন পৌর মেয়র রফিকুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।
বহিষ্কৃতরা হলেন বড়মানিকা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-আমীন, টগবী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জসিমউদদীন হাওলাদার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, কাচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন নিরব নিয়া, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আসাদুজ্জামান বাবুল।
এছাড়াও উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক কাজী কামাল, হাসান নগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মানিক হাওলাদার, হাসাননগর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ এবং বোরহানউদ্দিন উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আলাউদ্দিন সরদারকে বহিষ্কার করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, ৯ বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাদের একাধিকবার দলের পক্ষ থেকে মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য অনুরোধ করা হলেও তারা প্রত্যাহার করেননি। সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন হায়দার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।