শহীদ বুদ্ধিজীবি দিবসে মোমবাতি প্রজ্জলন করেছে মুকসুদপুর অনলাইন রিপোর্টার্স ক্লাব
মেহের মামুন, (গোপালগঞ্জ) :
গোপালগঞ্জের মুকসুদপুরে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জলন করেছে মুকসুদপুর অনলাইন রিপোর্টার্স ক্লাব। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় মুকসুদপুর অনলাইন রিপোর্টার্স ক্লাব কার্যালয়ের সামনে মোমবাতি প্রজ্জলন কর্মসূচি পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর অনলাইন রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাপ্তাহিক বাংলার নয়ন পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ তারিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মুকসুদপুর সংবাদ পত্রিকার প্রধান নির্বাহী, বিডি ফিন্যান্সিয়াল নিউজ ২৪ ডট কমের গোপালগঞ্জ জেলা প্রতিনিধি মেহের মামুন, সাধারণ সম্পাদক সাপ্তাহিক গোপালগঞ্জ কণ্ঠ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ও প্রকাশক নাহিদ পারভেজ জনি, মুকসুদপুর অনলাইন রিপোর্টার্স ক্লাবের অর্থ সম্পাদক কাইয়ুম শরীফ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আরটি হাসান, সুমন আহম্মেদ, আনিচ মিয়া প্রমুখ।