মাদারীপুরে তুচ্ছ ঘটনায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ
আরাফাত হাসান, (মাদারীপুর) :
মাদারীপুর সদর উপজেলার মধ্য পেয়ারপুর এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওয়াহিদুল তালুকদার নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শান্তির দাবী করেছেন এলাকাবাসী।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ওয়াহিদুল তালুকদার মারা যান। এর আগে সোমবার (১৩ ডিসেম্বর) রাত ১১ টার দিকে ওয়াহিদুল তালুকদারের ওপর হামলার ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পেয়ারপুর এলাকার ওয়াহিদুল তালুকদারের ছেলে রিয়াদের সঙ্গে একই এলাকার সাব্বিরের দ্বন্দ্ব ছিল। এরই জেরে দুই পক্ষের মারামারি হয়। পরে বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা করা হয়। সোমবার রাতে সাব্বির ও তার লোকজন ওয়াহিদুল তালুকদারকে হামলা করে। হামলাকারীরা ওয়াহিদুল তালুকদারকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ওয়াহিদুল তালুকদারকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে ওয়াহিদুল তালুকদার মারা যান।
নিহতের ছেলে রিয়াদ বলেন, ‘আমার বাবাকে যারা খুন করেছে তাদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।’
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিয়া বলেন, ‘খুনের সঙ্গে জড়িত কয়েকজনের নাম আমরা পেয়েছি। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’