বগুড়ায় প্লাস্টিক কারখানায় আগুনঃ ৫ জনের লাশ উদ্ধার
প্রদীপ মোহন্ত, (বগুড়া) :
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকান্ডে ৫জন মারা গেছেন। মঙ্গলবার দুপুর পৌঁণে ১২ টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। দুপুর ২টার দিকে নিহত ৫ জনের লাশ উদ্ধার করা হয়। কারখানায় আগুন লাগার পর বগুড়া ও নওগাঁ ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করেছে।
নওগাঁ ফায়ার সার্ভিসের উপ সহকারি পরিচালক একেএম মোরশেদ বলেন, বেলা ১১ টা ৫৫ মিনিটে তাদের কাছে সান্তাহারের একটি কারখায় আগুন লাগার খবর আসে। পরে সেখানে গিয়ে দেখেন বগুড়ার তিনটি ইউনিট সেখানে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। এ সময় নওগাঁ থেকে আরও চারটিসহ আশপাশের উপজেলার দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করেন। আগুন নিয়ন্ত্রণে আসার পর কারখানা থেকে ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়। তবে তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি। আর কেউ হতাহত হয়েছেন কি-না তাও নিশ্চিত হওয়া যায়নি।
আদমদীঘি উপজেলা ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ কর্মকর্তা রুহুল আমীন জানান, সান্তাহার পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টুসহ কয়েকজন মিলে পৌর এলাকার হবীর মোড় নামক স্থানে বিআইআরএস নামে প্লাস্টিকের ওই কারখানাটি গড়ে তোলেন। সেখানে প্লাস্টিক থেকে ওয়ানটাইম গ্লাস-প্লেট উৎপাদন করা হতো। কারখানাটিতে অর্ধশত শ্রমিক কাজ করতেন বলে স্থানীয়রা জানিয়েছেন। ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, আগুন নিয়ন্ত্রণে নেয়ার পর উদ্ধার অভিযান কালে ৫জনের মরদেহ উদ্ধার হয়।
কারখানা মালিকদের পক্ষে পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু সাংবাদিকদের জানিয়েছেন, কারখানায় উৎপাদন চলাকালেই অগ্নকান্ডের ঘটনা ঘটে। তবে কিভাবে তা ঘটলো সেটি নিশ্চিত হওয়া যায়নি। প্রায় ৩৫ কোটি টাকার যন্ত্রপাতি ও উৎপাদন কাজে ব্যবহৃত কাঁচামাল সবই পুড়ে গেছে। পুলিশ ও দমকল বাহিনী হতাহতের উদ্ধার ও মালামাল সরিয়ে নেয়ার কাজ করছেন বলেও জানান তিনি। তিনি জানান, মঙ্গলবার কারখানায় ৪৫জন শ্রমিক কাজে যোগ দিয়েছিলো। আগুন লাগার পরপরই তাদেও অধিকাংশ শ্রমিক বের হয়ে গেছে। কিছু শ্রমিক আটকা পড়ায় হতাহতের ঘটনাটি ঘটে।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ৫ জন শ্রমিকের পরিচয় নিশ্চিত করতে চেষ্টা চালানো হচ্ছে। পরিচয় নিশ্চিত করে তাদের পরিবারের কাছে মরহেদ হস্তান্তর করা হবে।