শিরোনাম

South east bank ad

যশোরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কলেজ ছাত্র নিহত

 প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

গোলাম মোস্তফা মুন্না,(যশোর):

যশোর সদর উপজেলার আমদাবাদ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র, সদর উপজেলার পতেঙ্গালি গ্রামের গোলাম মোনকফার ছেলে নয়ন হোসেন (১৭) মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা লেগে নিহত হয়েছে। মঙ্গলবার সকালে যশোর ছুটিপুর সড়কের কবিরাজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কলেজ ছাত্র নয়নের সহপাঠী ও রঘুরামপুর গ্রামের মুকুল হোসেন জানায়, নয়ন সকালে মোটরসাইকেলযোগে বাড়ি থেকে যশোর ছুটিপুর সড়ক দিয়ে মাঠে তার বাবাকে নিয়ে আসার জন্য যাচ্ছিল। পথিমধ্যে ছুটিপুর সড়কের কবিরাজ বাড়ি মোড়ে একটি লাইন বাস কে অতিক্রম করে করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডান সাইডে ইটের গাদার সাথে ধাক্কা খায়।

এ সময় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক সকাল ১১ টায় তাকে মৃত ঘোষণা করেন।কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, আমি নির্বাচনী তফসিল নিয়ে ব্যস্ত আছি এ ব্যাপারে আমার কিছু জানা নেই, এটা হাইওয়ে পুলিশ দেখবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: