শিরোনাম

South east bank ad

রাজশাহীতে বিনম্র শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ

 প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

আমজাদ হোসেন শিমুল,(রাজশাহী ব্যুরো):

রাজশাহীতে বিনম্র শ্রদ্ধায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হচ্ছে। মঙ্গলবার সকাল থেকেই ফুলে ফুলে ভরে ওঠে রাজশাহীর শহীদ স্মৃতিসৌধগুলো। রাজনৈতিক নেতারা, সরকারি কর্মকর্তা এবং সাধারণ মানুষ পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছেন শহীদ বুদ্ধিজীবীদের।

মঙ্গলবার সকালে আওয়ামী লীগের প্রেসেডিয়াম সদস্য রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনে পক্ষে প্যানেল মেয়র ১ শরিফুল ইসলাম বাবুর নেতৃত্বে কাউন্সিলাররা রাজশাহী মহানগরীর টি-গ্রোয়েন এলাকায় বাবলাবন বধ্যভূমিতে থাকা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন। এরপর অন্যারা এই বধ্যভূমির স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

সকাল ৯টায় রাজশাহী কোর্ট চত্বর শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মো. হুমায়ুন কবীর, রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) মো. আব্দুল জলিল, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিক ও রাজশাহী পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন।

এদিকে উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তারের নেতৃত্বে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি),উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সেখের নেতৃত্বে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), উপাাচার্য অধ্যাপক ডা. এ.জেড.এম মোস্তাক হোসেন তুহিনের নেতৃত্বে রাজশাহী মেডিক্যাল বিশ^বিদ্যালয় (রামেবি), অধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুল খালেকের নেতৃত্বে রাজশাহী সরকারি কলেজ, অধ্যক্ষ অধ্যাপক ড. জোবাইদা আয়েশা সিদ্দিকার নেতৃত্বে রাজশাহী সরকারি মহিলা কলেজ, ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল হোসেনের নেতৃত্বে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-রাকাব, ব্যবস্থাপনা পরিচালক মো. জাকিউল ইসলামের নেতৃত্বে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিডেটসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: