শিরোনাম

South east bank ad

জয়পুরহাট সরকারি কলেজে বধ্য ভূমি স্মৃতিস্তম্ভ উদ্বোধন

 প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

রাশেদ ইসলাম, (জয়পুরহাট):

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জয়পুরহাট সরকারি কলেজের মাঠ প্রাঙ্গনে বধ্য ভূমি স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন জয়পুরহাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর দেবাশীষ দত্ত।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল ১০ টায় জয়পুরহাট সরকারি কলেজের মাঠ প্রাঙ্গনে বধ্য ভূমি স্মৃতিস্তম্ভ উদ্বোধন করে মহান শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদর উদ্দ্যোশে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জয়পুরহাট সরকারি কলেজের শিক্ষক বৃন্দ। এ সময় শ্রদ্ধা নিবেদন করেন, কলেজের প্রাক্তন ছাত্র, বিভিন্ন ছাত্র সংগঠন, ও সাধারণ শিক্ষার্থী নেতৃবৃন্দ।

বুদ্ধিজীবী দিবসে উপস্থিত ছিলেন, জয়পুরহাট সরকারি কলেজের কলেজের অধ্যক্ষ প্রফেসর দেবাশীষ দত্ত, সাবেক ছাত্র ও জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ এম এ রশিদ, কলেজের প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সিরায়াজুল ইসলাম, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মনছুর ইসলাম প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, মহান শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠসন্তানদের আত্নত্যাগ আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। পাকিস্তানি শাসক গোষ্ঠীর শোষণযন্ত্রের কারখানা থেকে মুক্ত হওয়ার জন্য দীর্ঘ নয় মাস লড়াই সংগ্রাম করে বিজয়ের নিকটে এসে এদেশের রাজনীতিবিদ, শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, সাহিত্যিকসহ অসংখ্য মানুষকে গুলি করে হত্যা করে জাতিকে মেধাশূণ্য করতে চেয়েছিলেন। তারপরও বাঙালি জাতিকে দাবায় রাখতে পারে নি। ত্রিশ লক্ষ শহীদের রক্ত ও দুই লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিয়ে লাল সবুজের বাংলাদেশ পেয়েছি। শহীদ বুদ্ধিজীবী হত্যাকান্ড পৃথিবীর ইতিহাসে কোথাও নেই। যা পাকিস্তান সরকার আমাদের উপর কলঙ্কময় অধ্যায় করেছিল। জাতির এই শ্রেষ্ট সন্তানেরা বাঙালির ইতিহাসের চিরস্মরণীয় হয়ে থাকবে। যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা উৎস।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: