সুবর্ণচরে এসআইবিএলের শাখা উদ্বোধন
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
নোয়াখালীর সুবর্ণচরে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) শাখা উদ্বোধন করা হয়েছে। এটি ব্যাংকটির ১৭২তম শাখা।
ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত এক অনুষ্ঠানে এসআইবিএলের প্রধান কার্যালয় থেকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির উদ্বোধন করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. তাজুল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী, মো. সিরাজুল হক ও মো. সামছুল হক, কোম্পানি সচিব আব্দুল হান্নান খান, মার্কেটিং ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মো. মনিরুজ্জামান এবং ব্রাঞ্চেস কন্ট্রোল অ্যান্ড জেনারেল ব্যাংকিং ডিভিশনের প্রধান সাইফ আল-আমীন।
এছাড়াও মাইজদি ও সুবর্ণচর শাখার ব্যবস্থাপকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।