শিরোনাম

South east bank ad

ওমিক্রনে মারা যাওয়ার হার কম : স্বাস্থ্যমন্ত্রী

 প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

ওমিক্রন নিয়ে এখনো দেশ ভালো আছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, যদিও দেশে দুইজনের শরীরে ওমিক্রন ধরা পড়েছে। তবে ভালো খবর হলো মারা যায়নি কেউ। ওমিক্রনে মারা যাওয়ার হার কম। তবে এটা ছড়ায় বেশি। তাই সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে।

আজ সোমবার মন্ত্রিপরিষদের বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব কথা বলেন। বৈঠকে ভ্যাকসিন নিয়ে আলোচনা হয়েছে। ওমিক্রন মোকাবিলায় প্রস্তুতির বিষয়ে জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘১১ কোটি টিকা দেওয়া হয়েছে। এ মাসে দেড় থেকে দুই কোটি দেওয়া হবে। শিক্ষার্থীদের টিকা দেওয়ার বিষয়ে জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী। এটা বাড়ানোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।’

তিনি আরও বলেন, যারা ফ্রন্টলাইনে কাজ করেন তারা এবং যারা বয়স্ক তাদেরকে এ মাসের মধ্যে বুস্টার ডোজ দেওয়া হবে। তারা অগ্রাধিকার ভিত্তিতে বুস্টার ডোজ পাবে। পরে বাকিরা পাবে। এ ছাড়া যারা এখনো টিকা নেননি, তাদেরকে টিকা নেওয়ার অনুরোধ জানান স্বাস্থ্যমন্ত্রী।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: