সেমিফাইনালে বসুন্ধরা কিংস
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
স্বাধীনতা কাপের সেমিফাইনালে উঠে গেল বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। রবিবার (১২ ডিসেম্বর) কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ৪-০ গোলে হারিয়ে দিয়েছে অস্কার ব্রুজোনের শিষ্যরা। গোলগুলো করেছেন মতিন মিয়া, জোনাথান জোড়া গোল, আলমগীর কবির রানা। সবগুলো গোলই হয়েছে ম্যাচের দ্বিতীয়ার্ধে।
দিনের প্রথম ম্যাচে স্বাধীনতা কাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে গত আসরের রানার্সআপ শেখ রাসেল ক্রীড়া চক্র। আসরের শেষ আটের ম্যাচে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে শেখ রাসেলকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ পুলিশ এফসি।