টিম ম্যানেজমেন্ট তিন মাস সময় চেয়েছে : পাপন
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
বিশ্বকাপের শুরু থেকে পাকিস্তান সিরিজের শেষ পর্যন্ত বাংলাদেশের পারফরম্যান্সের কোনো পরিবর্তন আসেনি। টানা ব্যর্থতার দায়ে অভিযুক্ত হচ্ছেন ক্রিকেটার থেকে শুরু করে টিম ম্যানেজমেন্টের প্রত্যেকেই। অবশ্য দলে ইনজুরি সমস্যার মাঝে নতুনদের দিয়ে পরীক্ষা নিরীক্ষার কারণেও আলোচনা-সমালোচনার মুখে নির্বাচকরা। খোদ সমালোচনা করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নিজেই। তবে এবার সেই পথে না হেঁটে তিন মাস সময় দিতে চেয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।
ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ মিশনে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু সেখানে গিয়ে হতশ্রী পারফরম্যান্সের পর মাঠের বাইরের সমালোচনায় গা ভাসান ক্রিকেটাররা। বিসিবি সভাপতি নিজেও তখন দলের সমালোচনা করেছিলেন। একই সঙ্গে বিশ্বকাপের ব্যর্থতার দায়ে দলের ভেতর বেশ কিছু জায়গায় পরিবর্তন আনতে সরব তিনি। তবে আপাতত বর্তমান ম্যানেজমেন্টেকে তিন মাস সময় দিয়ে রেজাল্ট দেখতে চান তিনি।
সর্বশেষ ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজে দুই সংস্করণের ক্রিকেটেই হোয়াইটওয়াশ হয়েছে টাইগাররা। যেখানে ক্রিকেটারদের পাশাপাশি সমালোচিত হচ্ছেন টিম ম্যানেজমেন্টের সদস্যরাও। এমন বাজে অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে বিসিবির কাছে তিন মাসের সময় চেয়েছে টিম ম্যানেজমেন্ট। তাই আগামী তিন মাস তাদের কোনো বিরক্ত করবেন না বলে জানিয়েছেন পাপন।
তিনি বলেন, ‘এই অভিজ্ঞতা হওয়ার জন্যও তো একটা সময় দেবেন। দলের সেট আপের জন্যও তো সময় দেবেন। নিউজিল্যান্ডে গিয়ে ওরা কী করবে কাকে নামাবে আমি জানি না। একটা সময় ওরা চেয়েছে.. তিন মাস। এই তিন মাস আমি ওদের বিরক্ত করতে চাই না। ওরা যদি দেখতে চায়, এক্সপেরিমেন্ট করতে চায়.. এতদিন তো সময় দেইনি,এখন দিচ্ছি।’
দল ফর্মে ফিরবে এমন বিশ্বাস পাপনের। তিনি বলেন, ‘মুশফিক, সাকিব, রিয়াদের মতো ক্রিকেটাররা পারফর্ম করতে পারেনি। মুস্তাফিজ আমাদের সেরা বোলার, তারও পারফরম্যান্স নেই। ওরা তো পারফর্ম করেনি। তাই বলে কি ওরা খারাপ? ওরাই করেছে এবং ওরাই করবে। আর ওরা না করলে নতুনরা করবে। এখানে এতো দ্রুত হতাশ হওয়ার কিছু নেই।’