শ্রীবরদীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত
শেখ সাঈদ আহাম্মেদ সাবাব, (শেরপুর):
শেরপুরের শ্রীবরদীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দী প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল শনিবার (১১ ডিসেম্বর) দুপুরে শহরের আয়শা আইন উদ্দিন মহিলা কলেজ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মো, মোমিনুর রশীদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এসপি সার্কেল (নালিতাবাড়ী), আফরোজা নাজনীন, জেলা নির্বাচন অফিসার শানিয়াজ্জামান তালুকদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম ও পৌরসভার মেয়র মোহাম্মদ আলী লাল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাচন অফিসার এন. এম সাজ্জিল সাদিক। বক্তব্য দেন থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস।
সভায় উন্মুক্ত আলোচনায় শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের দাবি তুলে প্রতিদ্বন্দী প্রার্থীদের মধ্যে বক্তব্য দেন, তাতিহাটী ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট আব্দুর রউফ, ভেলুয়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান আরজু, ভেলুয়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এমএ জলিল জুবায়ের রহমান, রাণীশিমুল ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবু শামা কবির, গোশাইপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নাছিমা খাতুন, তাতিহাটী ইউনিয়নের আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী আসাদুল্লাহ বিল্লাল প্রমূখ।
সভায় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীসহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সদস্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা উপস্থিত ছিলেন। বক্তব্যরা আগামী (২৬ ডিসেম্বর) ইউনিয়ন পরিষদ নিবার্চন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আশা ব্যক্ত করেন।