সকল ধর্মের সংস্কৃতি রক্ষায় কাজ করে যাচ্ছে সরকার
এস.এম রফিকুল ইসলাম রফিক, (নেত্রকোনা):
নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি আয়োজিত ২দিন ব্যাপি ওয়ানগালা অনুষ্ঠান শুরু হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা এবং গাড়ো সম্প্রদায়ের আশা আকাঙ্খার প্রতিফলন যেন ওয়ানগালা উদযাপনের মাধ্যমে সকল মানুষের মাঝে ছড়িয়ে পরে। বঙ্গবন্ধুর সোনার বাংলায় সকল ধর্মের সংস্কৃতি রক্ষায় কাজ করছে বর্তমান সরকার। গতকাল শনিবার (১১ ডিসেম্বর) দুপুরে প্রধান অতিথি হিসেবে এ অনুষ্ঠান উদ্বোধন কালে এ কথা বলেন, বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।
উদ্বোধন পরবর্তি আলোচনা সভায়, একাডেমির সাবেক কালচারাল অফিসার সুলোচনা সাংমা‘র সঞ্চালনায় নেত্রকোনা‘র জেলা প্রশাসক কাজী আব্দুর রহমান এর সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা করেন, অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি‘র পরিচালক সুজন হাজং, উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব উল আহসান, উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলা উদ্দিন আল আজাদ, আ‘লীগ নেতা এড. প্রবীর মজুমদার চন্দন, আদিবাসী গবেষক মনিন্দ্র নাথ মারাক প্রমূখ।