শিরোনাম

South east bank ad

করতোয়া নদীর প্রাণ ফেরাতে ১২৩ কি.মি. মানববন্ধন

 প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

প্রদীপ মোহন্ত, বগুড়া :

বগুড়ার মৃতপ্রায় করতোয়া নদীর প্রাণ ফিরিয়ে আনতে ১২৩ কি.মি. এলাকাজুড়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। দখল ও দূষণমুক্ত করার দাবিতে শনিবার (১১ ডিসেম্বর ২০২১) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বগুড়ার সাতমাথা এলাকায় যৌথ এ মানববন্ধনের আয়োজন করে বগুড়া জেলা পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ও পরিবেশ আন্দোলনের (বাপা)।

এছাড়াও গোবিন্দগঞ্জ, শিবগঞ্জের গুজিয়া, মহাস্থান সেতু, মাটিডালি, কালিবালা লেহারসেতু, সাতমাথা, মালতিনগর এসপি সেতুঘাট, বেজোড়া সেতু, শাজাহানপুরের মাঝিড়া, শেরপুরের গাড়িদহ এলাকায় একই সময় এই মানববন্ধন করা হয়।

আয়োজকরা জানিয়েছেন, করতোয়া নদী দখল ও দূষণমুক্ত করাসহ নাব্যতা ফিরিয়ে আনতে উচ্চ আদালতের আদেশ বাস্তবায়নের দাবিতে এই মানববন্ধন করা হয়। এ জন্য গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা থেকে শুরু করে বগুড়ার শেরপুর উপজেলা পর্যন্ত করতোয়া নদীর ১২৩ কিলোমিটার ব্যাপী মানববন্ধন করা হয়। কর্মসূচিতে গাইবান্ধা ও বগুড়ার বিভিন্ন সংগঠন, ছাত্র, শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, অন্যান্য পেশাজীবী এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, বগুড়া পৌর মেয়র রেজাউল করিম বাদশা, সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সভাপতি তৌফিক হোসেন ময়না, সাধারণ সম্পাদক সাঈদ সিদ্দিকী, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হেফাজত আরা মিরা, বগুড়া সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ডালিয়া নাসরিন রিক্তা, বাপা বগুড়া শাখার সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, তীরের সভাপতি রাকিবুল হাসান ও সাধারণ সম্পাদক রিফাত হাসান।

আয়োজকরা বলেন, করতোয়া নদীর তীরেই গড়ে উঠেছিল প্রায় আড়াই হাজার বছরের পুরোনো পু-্রনগর। ১২৩ কিলোমিটার এ নদীর গড় প্রস্থ ছিল ১৪৪ মিটার। তবে নব্বই দশকের দিকে গোবিন্দগঞ্জ উপজেলার কাঁটাখালি এলাকায় পানি উন্নয়ন বোর্ড একটি স্লুইস গেট নির্মাণ করে। এর পর থেকে নদী তার স্বাভাবিক গতি হারিয়ে মৃতপ্রায় হতে থাকে। শুধু তাই নয়, নগর ও শহরের বর্জ্য নদীতে ফেলাসহ দখল, দূষণ ও ব্যাপক হারে অবৈধভাবে বালু উত্তোলন চলতে থাকে। এর ফলে নদীর প্রাণবৈচিত্র্য বদলে যেতে থাকে। হারিয়ে যায় অসংখ্য জেলে, মাঝিসহ করতোয়া নদীকেন্দ্রীক পেশাজীবীরা।

‘আমি করতোয়া নদী, দখল দূষণে মরতে বসেছি, আমাকে বাঁচতে দাও’ এই স্লোগানকে বুকে ধারন করে দাঁড়িয়ে ছোট ছোট শিশুরা মানববন্ধনে অংশ নেয়।

আয়োজকরা জানান, পরবর্তীসময়ে ২০১৫ সালে নদীকে বাঁচানোর দাবিতে বেলা জনস্বার্থে হাইকোর্টে একটি রিট পিটিশন করে। আদালত বিষয়টি আমলে নিয়ে নদীর আগের অবস্থা ফিরিয়ে আনতে বিবাদীতের প্রতি রুল জারি করেন। কিন্তু আদেশ জারির প্রায় ৭ বছর পেরিয়ে গেলেও এর বাস্তবায়নের কোনো কার্যক্রম দেখা যাচ্ছে না।

এ জন্য আদালতের আদেশ বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবিতে এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন। মানববন্ধনের মাধ্যমে করতোয়া নদীকে পুনরায় জীবিত করার দাবি জানান জনসাধারণ।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: