শরণখোলায় ১৬ দলীয় ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
নইন আবু নাঈম, (বাগেরহাট):
বাগেরহাটের শরণখোলায় ১৬ দলীয় কামাল উদ্দিন আকন ক্লাসিক কাপ ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলায় খোন্তাকাটা ইউনিয়নের পশ্চিম রাজৈর আদর্শ যুব সংঘ ২-০ গোলে রায়েন্দা ইউনিয়নের গুড মনিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল শুক্রবার (১০ ডিসেম্বর) বিকেলে উপজেলার রায়েন্দা সরকারী হাইস্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বাগেরহাট-৪ আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন।
শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মরহুম কামাল উদ্দিন আকনের জেষ্ঠ পূত্র রায়হান উদ্দিন শান্তর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ, শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ আজমল হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, মোড়েলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক, খোন্তাকাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান জাকির হোসেন খাঁন মহিউদ্দিন, শরণখোলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আঃ মালেক রেজা, রায়েন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান বাদল জোমাদ্দার, মোড়েলগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক এ্যাড. তাজিনুর রহমান পলাশ।
খেলা পরিচালনা করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তালিকাভুক্ত রেফারী মোঃ হাফিজুর রহমান, পশ্চিম রাজৈর আদর্শ যুব সংঘের নাহিয়ান ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। ধারা বিবরনীতে ছিলেন মোঃ আমিনুল ইসলাম ও শামিম হাসান সুজন।