গার্ল গাইডস্ এসোসিয়েশনের আঞ্চলিক পরিষদ অধিবেশন অনুষ্ঠিত
এস এম সামছুর রহমান, (বাগেরহাট):
বাগেরহাটে গার্ল গাইডস্ এসোসিয়েশনের খুলনা অঞ্চলের আঞ্চলিক পরিষদ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ ডিসেম্বর ২০২১) সকালে বাগেরহাট সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সেমিনার কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মশালার উদ্বোধন করেন, বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের জাতীয় কমিশনার এবং স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা।
বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের ডেপুটি জাতীয় কমিশনার এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব সাবিনা ফেরদৌস, ডেপুটি জাতীয় কমিশনার প্রফেসর ড. ইয়াসমিন আহম্মেদ, জাতীয় ট্রেজারার জাহানারা বেগম, সিভিল সার্জন ডাঃ জালাল উদ্দীন আহম্মেদ, খুলনা অঞ্চলের অতিরিক্ত আঞ্চলিক কমিশনার খালেদা বেগম, বাগেরহাটের জেলা কমিশনার ফারহানা আক্তার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে কাজী জেবুন্নেছা বেগম বলেন, বঙ্গবন্ধুর হাতে গড়া বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন। কারিগরি ও শিক্ষার্থীদের মাঝে নীতি নৈতিকতা, নিজের অধিকার সম্পর্কে সচেতন করে, ভবিষতের নতুন নেতৃত্ব তৈরিতে গার্ল গাইডস এসোসিয়েশন বিরাট ও কার্যকর ভুমিকা রাখতে পারে। তাই সকল শিক্ষা প্রতিষ্ঠানে এমন সংগঠন নারিদের মানবিক গুনাবলি সমৃদ্ধ ভবিষত মানুষ গড়তে সহায়তা করবে। মাননীয় প্রধানন্ত্রী দেশরতœ শেখ হাসিনার উদ্যোগে বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন আজ অনেক দূর এগিয়ে যাচ্ছে।