টাঙ্গাইলে বিশ্ব মানবাধিকার দিবস পালিত
মোঃ আবু জুবায়ের উজ্জল, (টাঙ্গাইল):
“সমতা ও বৈষম্যহীনতাই মানবাধিকার অগ্রগতির মূল মন্ত্র” শ্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে।
শুক্রবার (১০ ডিসেম্বর ২০২১) সকালে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা টাঙ্গাইল জেলা শাখার আয়োজনে র্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক আতাউর রহমান আজাদের সভাপতিত্বে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বাংলাদেশ মানবাধিকার কমিশন পৌর শাখা, ব্লাস্ট, হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি টাঙ্গাইল জেলা শাখাসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা এতে অংশ গ্রহণ করেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা টাঙ্গাইল জেলা শাখার সদস্য এডভোকেট রফিকুল ইসলাম, ব্লাস্ট টাঙ্গাইলের সমন্বয়কারী আমিনা রহমান বিউটি, হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি রাশেদ খান মেনন রাসেল প্রমুখ।
মানববন্ধন শেষে প্রেসক্লাবের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।