শিরোনাম

South east bank ad

নিউজিল্যান্ডে পৌঁছে কোয়ারেন্টাইনে বাংলাদেশ দল

 প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

পাকিস্তান সিরিজে ব্যর্থতার হতাশা থেকে সেরে ওঠার সময়ই পায়নি বাংলাদেশ। সেদিন রাতেই উড়াল দিতে হয়েছে নিউজিল্যান্ডে। অবশেষে বাংলাদেশ দল নিউজিল্যান্ডে পৌঁছে গেছে। সেখানে পা দিয়েই অবশ্য স্থানীয় নিয়ম অনুযায়ী সাত দিনের কোয়ারেন্টাইনে চলে যেতে হয়েছে দলকে।

আজ সকালে নিউজিল্যান্ডের অকল্যান্ডে পা রেখেছেন মুমিনুল হকরা। সেখানে পৌঁছেই অবশ্য ছুটতে হয়েছে ক্রাইস্টচার্চে। দলের সবাইকে এরপর বাধ্যতামূলক সাত দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। বিসিবি এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে, ক্রাইস্টচার্চের আইসোলেশন ফ্যাসিলিটিতে ইতোমধ্যেই দল ঢুকে গেছে কোয়ারেন্টাইনে, সেখানে থাকতে হবে সাত দিন। এরপর সবাইকে করোনা পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। তাতে সবাই করোনা নেগেটিভ হলে তবেই অনুশীলনে নামতে পারবে দল।

মহামারিকালে এটি বাংলাদেশের দ্বিতীয় নিউজিল্যান্ড সফর। আর শেষ তিন বছরে এটি বাংলাদেশের তৃতীয় সফর। তবে কোনো সফরের অভিজ্ঞতাই অবশ্য ভালো নয় বাংলাদেশের। দেশটির মাটিতে ৩৩ ম্যাচ খেলে যে এখনো কোনো জয় পায়নি দলটি!

দেশটির কন্ডিশনই অনেক বড় বাধা হয়ে দাঁড়ায় বাংলাদেশের জন্য। তীব্র ঠান্ডা ও বাতাসেই বড় সমস্যা হয় দলের। তার ওপর এবার দলে নেই সাকিব আল হাসান কিংবা তামিম ইকবালদের মতো তারকারাও।

এবার বাংলাদেশের পরিস্থিতি আরও কঠিন। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর বাংলাদেশ ঘরের মাটিতে পাকিস্তানের কাছেও দুই ফরম্যাটে ধবলধোলাইয়ের শিকার হয়েছে। এরপরই এই নিউজিল্যান্ড সফর। সিরিজে বাংলাদেশ টেস্ট খেলবে দুটো। প্রথম টেস্টটি শুরু হবে ১ জানুয়ারি, এরপর ৯ থেকে ১৪ জানুয়ারি দ্বিতীয় টেস্টটি খেলেই মুমিনুল হকরা ফিরবেন ঢাকায়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: