শিরোনাম

South east bank ad

বগুড়ায় প্রায় ৫ লাখ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

 প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

প্রদীপ মোহন্ত, (বগুড়া) :

করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে এবছর ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ গ্রহণ করেছে স্বাস্থ্য বিভাগ। ফলে এবছর আর একযোগে একদিনে নয়, টানা ৪ দিন খাওয়ানো হবে অতি প্রয়োজনীয় এই ভিটামিন এ প্লাস ক্যাপসুল।

আগামী ১১ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত ৪ দিনব্যাপী বগুড়ায় প্রায় ৫ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে ।

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে বগুড়ায় সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালায় এই তথ্য জানানো হয়েছে। ৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুরে জেলা সিভিল সার্জনের সভা কক্ষে আয়োজিত কর্মশালায় বক্তব্য রাখেন বগুড়ার সিভিল সার্জন ডা. গওসুল আজিম চৌধুরী, বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু । এছাড়াও ভিটামিন এ প্লাস ক্যাম্পপেইনের বিস্তারিত তুলে ধরেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ হোসেন।

ওরিয়েন্টেশন সভায় আরো জানানো হয়, আগামী ১১ ডিসেম্বর হতে জেলার মোট ২ হাজার ৮০৪ টি কেন্দ্রে ৬ মাস থেকে ৫ বছর বয়সী জেলার মোট ৪ লাখ ৭৮ হাজার ৭৫৮ জন শিশুকে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর মাধ্যমে ক্যাপসুল খাওয়ানো হবে ।

এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৫৭ হাজার ৯০ জন শিশুকে নীল ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ২১ হাজার ৬৬৮ জন শিশুকে লাল ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে ।

ডা. সামির হোসেন মিশু জানান, প্রতিটি কেন্দ্রে স্বাস্থ্য বিভাগের প্রশিক্ষিত কর্মি ক্যাপসুল খাওয়ানোর দায়িত্ব পালন করবে। এছাড়াও স্বাস্থ্য বিভাগের সকল কর্মি এবং এনজিও কর্মিরা কাজ করবেন। ভিটামিন এ প্লাস হচ্ছে ক্যাপসুল খাওয়ানোর পাশাপাশি স্বাস্থ্য শিক্ষা বার্তা পৌঁছে দেয়ার একটি কার্যক্রম ।

এবছর যে লাল এবং নীল ক্যাপসুলটি খাওয়ানো হবে দুটোই দেশের গ্লোব ফার্মাসিউটিক্যালস এবং রেনেটা ফার্মাসিউটিক্যালস এর তৈরি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরীক্ষা নিরীক্ষার পর এসব ক্যাপসুল অনুমোদিত হয়েছে ।

তিনি আরো জানান, ৪ দিন ধরে ভিটামিন এ প্লাস খাওয়ানোর কর্মসূচি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্যাপসুল খাওয়ানো হবে। যদি কেউ ক্যাম্পেইন চলাকালে কোন কারণে শিশুকে ক্যাপসুল খাওয়াতে ব্যর্থ হয়, তাদের জন্য স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র ও হাসপাতালে এই ক্যাপসুল সংরক্ষণ করা হবে। সেখানে গিয়ে পরবর্তীতে ক্যাপসুল খাওয়ানো যাবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: