গোপালগঞ্জে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত
মেহের মামুন, (গোপালগঞ্জ) :
গোপালগঞ্জে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন এ কর্মসূচীর আয়োজন করে।
আজ বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) সকালে জেলা সার্কিট হাউজে বেলুন উড়িয়ে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবসের উদ্বেধন করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। এসময় জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খানসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সমানে থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওই একই স্থানে গিয়ে শেষ হয়। এ কর্মসূচীতে সরকারী কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারন মানুষ অংশ নেন।