বাগেরহাটে উদ্যোক্তাদের পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
এস এম সামছুর রহমান, (বাগেরহাট) :
বাগেরহাটে শিল্প উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে বাগেরহাট জেলা পরিষদের সেমিনার কক্ষে প্রশিক্ষণ কর্মশালার সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন, বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট মোঃ হাফিজ-আল-আসাদ।
বাগেরহাট বিসিকের উপ-ব্যবস্থাপক মোঃ শরীফ সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট বিসিকের সম্প্রসারণ কর্মকর্তা তামান্না জাহান তমা, প্রশিক্ষণার্থী উদ্যোক্তা রেশমা আক্তার, নওরীন আক্তার, তানজুমান বিথি প্রমুখ।
বক্তারা বলেন, চাকুরী পিছনে না ঘুরে যারা উদ্যোক্তা হয়েছে তারাই বিশ্বে সফল হয়েছে। যে কোন বিষয় নিয়ে কাজ করতে হলে সেই বিষয়ে ভালভাবে জানতে হবে। তবেই এখান থেকে সফল হওয়া যাবে।
বাংলাদেশ ক্ষদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) বাগেরহাট জেলা শাখার আয়োজনে ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় জেলার ২৫ জন ক্ষুদ্র উদ্যোক্তা অংশ নেন।
পরে এসব ক্ষুদ্র উদ্যোতাদের উৎপাদিত বিভিন্ন পন্য প্রদর্শন করা হয়।