ত্রিশাল মুক্ত দিবস আজ
আব্দুল্লাহ আল ফাহাদ, (ত্রিশাল) :
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) ত্রিশাল মুক্ত দিবস উপলক্ষ্যে সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদে বঙ্গবন্ধুর ম্যুড়ালে পুষ্পস্তবক অর্পণ ও রায়ের গ্রাম বুদ্ধিজীবীদের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদ থেকে মুক্ত দিবসে বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ করেন।
৯ ডিসেম্বর ত্রিশাল হানাদার মুক্ত করার পর প্রথম পতাকা উত্তোলনকারী বীর মুক্তিযোদ্ধা জৈমত আলী মাস্টারের কবরে পুষ্পস্তবক ও কবর জিয়ারত শেষে মুক্তিযুদ্ধা সন্তান দলের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা অনুষ্ঠানে উপজেলা নির্বাহি অফিসার আখতারুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মতিন সরকার, আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি তরিকুল ইসলাম তুষার জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সম্পাদক নবী নেওয়াজ, বীর মুক্তিযোদ্ধা মুজাহিদ খান ভোলা প্রমুখ।