শিরোনাম

South east bank ad

চরফ্যাশনে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত

 প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

আমিনুল ইসলাম, (চরফ্যাশন) :

"দূর্নীতি করবো না, সইবো না, মানবো না" এই শ্লোগানে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে চরফ্যাশনে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালন করা হয়েছে৷

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বেলা ১১টায় চরফ্যাশন উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি ও পরিবার উন্নয়ন সংস্থার সহযোগীতায় এই দিবসটি পালন করা হয়৷ অনুষ্ঠানের মধ্যে র‍্যালী, আলোচনা সভা, বিতর্ক প্রতিযোগিতা ছিলো উল্লেখযোগ্য৷ দূর্নীতি বিরোধী নানা শ্লোগানের প্লেকার্ড নিয়ে র‍্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে আলোচনা সভায় মিলিত হয়৷

উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আতিকুর রহমান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চরফ্যাশন পৌর মেয়র মোঃ মোরশেদ৷ এছাড়াও উপজেলা মৎস কর্মকর্তা মারুফ হোসেন মিনার, মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্রনাথ বিশ্বাস, অসি তদন্ত রিপন চন্দ্র শাহা, পৌর কাউন্সিলর আকতারুল আলম সামু, পরিবার উন্নয়ন সংস্থার হিসাব রক্ষক জহিরুল হক নান্টু সহ শিক্ষক, সাংবাদিক ও সরকারি-বেসরকারি বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন৷

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: