শিরোনাম

South east bank ad

ধুনটে আম বয়ানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী ইজতেমা শুরু

 প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

প্রদীপ মোহন্ত, (বগুড়া) :

ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে বৃহস্পতিবার বগুড়ার ধুনট উপজেলায় তিন দিনব্যাপী ৪৩তম ইজতেমা শুরু হয়েছে। উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সরুগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী আম বয়ান পেশ করেন বগুড়া মার্কাস এর মুরব্বী আলহাজ্ব আব্দুস সামাদ।

ইজতেমায় নবী রাসূলের তরিকা ও আল্লাহর ইবাদত বন্দেগীসহ ধর্মীয় বিষয় নিয়ে প্রতিদিন ফজর, যোহর, আছর ও মাগরিবের নামাজ আদায় শেষে দেশ ও বিদেশের ওলামায়ে কেরামগণ কোরআন ও হাদিস থেকে বয়ান পেশ করবেন।

ইজতেমা ময়দান হাজার হাজার মুসল্লির আগমনে মুখরিত হয়ে উঠেছে। এছাড়াও মুসল্লিরা কাঁধে-পিঠে প্রয়োজনীয় মালামাল নিয়ে নিজ নিজ এলাকায় খিত্তায় অবস্থান নিচ্ছেন। ইজতেমা প্রাঙ্গনের আশপাশের এলাকায় শীতের পোশাক, খাবারের দোকান ও কাঁচা বাজারের ব্যবস্থা রয়েছে।

আয়োজন কমিটির সদস্য হুমায়ন কবির বলেন, অন্যান্য বছরের মতো এবারও ঢাকার কাকরাইল মসজিদের মেহমানদের তত্ত্বাবধানে ইজতেমা পরিচালিত হচ্ছে। দেশের বিভিন্ন এলাকা ছাড়াও সৌদি আরব, ভারত ও নেপালের মুসল্লিরা ইজতেমা ময়দানে সমবেত হয়েছেন।

এ ইজতেমার মধ্য দিয়ে ঢাকার টুঙ্গিতে বিশ্ব ইজতেমা সফল করার লক্ষ্যে এবং দ্বীনি দাওয়াতে তাবলিগের কাজের জন্য জামায়াত তৈরী করা হবে। তাবলীগ জামায়াতের মুসুল্লিরা দেশব্যাপী দাওয়াতের কাজ শেষ করে টঙ্গী বিশ্ব ইজতেমায় শরীক হবেন। আগামী শনিবার সকালের দিকে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হবে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, ইজতেমা ময়দানের চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইজতেমা স্থলে পুলিশ কন্ট্রোল রুম স্থাপন করা রয়েছে। এছাড়াও পুলিশের পাশাপাশি র‌্যাব, আনসার ও ফায়ার সার্ভিস কর্মীরা নিয়োজিত রয়েছেন। এছাড়াও ইজতেমা স্থলে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য মেডিকেল টিম রয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: