দুর্গাপুরে দুর্নীতি বিরোধী মানববন্ধন
এস.এম রফিকুল ইসলাম রফিক, (দুর্গাপুর) :
নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। নানা আয়োজনে সোমবার এ দিবস পালিত হয়।
এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্তর থেকে এক বর্নাঢ্য র্যালি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীরেশ্বর চক্রবর্ত্তী এর সভাপতিত্বে ‘‘আসুন উন্নয়নের স্বার্থে-দুর্নীতি বিরোধের স্বার্থে একতাবদ্ধ হই’’ এই প্রতিপাদ্যে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন এর সঞ্চালনায়, আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন, ইউএনও মোহাম্মদ রাজীব-উল-আহসান।
অন্যদের মধ্যে আলোচনা করেন, সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী রনজিত সেন, সহকারী অধ্যাপক ও দুপ্রক উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, প্রেসক্লাব সভাপতি এস এম রফিকুল ইসলাম রফিক, ওসি শাহনুর এ আলম, ডিএসকে প্রকল্প কর্মকর্তা রুপক সরকার, আওয়ামীলীগ নেতা বিপ্লব মজুমদার প্রমুখ।