ঠাকুরগাঁওয়ে ফ্রি ব্লাড ক্যাম্পেইন অনুষ্ঠিত
ফরিদুল ইসলাম রঞ্জু, (ঠাকুরগাঁও):
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের ধুলঝাড়ী গ্রামে প্রসপারিটি প্রকল্পের(ইএসডিও) উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ নির্নয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট আলী আক্তার মেডিকেল (ল্যাব) সহকারী (০৯ ডিসেম্বর) বৃহস্পতিবার সকালে ধুলঝাড়ী হরিবাসর মন্দিরের চত্বরে দিনব্যাপী পরিচালনা করেন।
ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন ইএসডিও মহারাজা হাট শাখার ম্যানেজার স্বপন গনি এ্যাসিস্টেন টেকনিক্যাল অফিসার (লাইভলিহুড) আলমগীর হোসেন, এ্যাসিস্টেন টেকনিক্যাল অফিসার (নিউট্রেশন) শারমিন আক্তার । প্রসপারিটি আলোর দিশারী কিশোরী ক্লাবের সভাপতি চন্দনা রানী,সম্পাদক সত্য রানী, সদস্য বৃষ্টি, মানসি, প্রমুখ।
এসময় ২৬২ জন ব্যক্তির বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়।
উপস্থিতি সদস্য গন বলেন প্রসপারিটি প্রকল্পের এটি মহতী উদ্যোগ।