আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন
মেহের মামুন, (গোপালগঞ্জ) :
গোপালগঞ্জের মুকসুদপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২১ উদযাপন উপলক্ষে “জয়ীতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমের আওতায় শ্রেষ্ঠ জয়িতাদের সম্বর্ধনা দেয়া হয়। (৯ ডিসেম্বর) বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ ফারুক খান মিলনায়তনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়। অনুষ্ঠানে “সফল জননী নারী” ক্যাটাগরিতে মুকসুদপুর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা সম্বর্ধনা পান রাবেয়া বেগম। তার তিন ছেলে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত থাকার পেছনে মায়ের অবদানের স্বীকৃতি স্বরুপ তাকে এই সম্বর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান তাপসি বিশ্বাস দুর্গা । উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া, উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক অফিসার লায়লা বেগম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নজরুল ইসলাম পাননু, সাধারণ সম্পাদক হায়দার হোসেন, মুকসুদপুর প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সোহরাব উন নুর ছিরু মিয়া, সরদার মজিবুর রহমান, সাংবাদিক কাজী ওহিদ প্রমুখ। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন উপজেলার সকল সরকারি বিভাগীয় কর্মকর্তা, সকল ইউপি চেয়ারম্যান, সচিব, ভুমি সহকারি কর্মকতা বৃন্দ ।