শিরোনাম

South east bank ad

কষ্টে দিন কাটছে তালা মেরামতকারী শামসুলের

 প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

রাশেদ ইসলাম, (জয়পুরহাট):

মানুষ তাদের বাসা বাড়ি, অফিস আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান, দোকানপাট, মসজিদ, মন্দির ও প্যাগোডা ইত্যাদি নিরাপত্তার জন্য তালা ব্যবহার করেন। কিন্তু তালার চাবি হারানোর ঘটনা প্রত্যেকের জীবনেই ঘটে। তখন সমস্যার সমাধানের জন্য যেতে হয় স্থানীয় তালা মেরামতকারীর কাছে। আমরা কী কখনও ভেবে দেখেছি কেমন আছে ঐ তালা মেরামতকারী শ্রমিকের জীবন। হাজারও মানুষের সমস্যার সমাধান করে দেন কিন্তু নিজের জীবনে সংকট কখনো সমাধান করতে পারেন না। অভাব অনটন লেগেই থাকে। তেমনি এক জয়পুরহাটের তালা মেরামতকারী শ্রমিক শামসুল ইসলাম (৫৫) কষ্টে দিন কাটছে।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে জয়পুরহাট সদরের নতুন হাট বাজারে তালা মেরামতকারী শ্রমিক শামসুল ইসলাম বলে জানা যায়, তিনি চল্লিশ বছর ধরে তালা চাবির কাজ করেন। নতুনহাট বাজারে মেরামতকারী শ্রমিকের সংখ্যা ছিল ১৩ জন এর মধ্যে এখন কাজ করেন ২ জন। ঐ শ্রমিকের সংখ্যা কমে যাওয়ার কারণ তারা সপ্তাহে বিভিন্ন বাজারে তিনদিন কাজ করতে পারেন। তবে করোনার কারণে এই কাজ একেবারেই বন্ধ ছিল। ফলে তারা বিভিন্ন কাজের যুক্ত হয়েছেন।

তিনি আরও বলেন, সপ্তাহে তিন দিন কাজ করতে পারি তাও আবার কোনো দিন ১ শত টাকা অথবা কোনো দিন ৩ শত টাকা ইনকাম করতে পারি। বাজারে যে জিনিসে দাম এই অল্প টাকা দিয়ে কি ভাবে সংসার চলে। তাই বিভিন্ন এনজিও তে লোন নিয়ে ধারদেনা করে কোনো ভাবে জীবন টুকু নিয়ে বেঁচে আছি।

জয়পুরহাট জেলা সদর উপজেলা জামালপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা শামসুল ইসলাম (৫৫) পেশায় তালা মেরামতকারী। ঐ পেশার উপর নির্ভর তার পরিবার। বড় ছেলে দিনমজুর ও ছোট ছেলে ক্ষেতলাল কলজের এইচএসসি পরীক্ষার্থী। তিনি সপ্তাহে তিন দিন শহরের নতুনহাট, জামালগঞ্জ ও ভাদসা বাজারে গিয়ে মানুষের নষ্ট তালা অথবা হারিয়ে যাওয়া চাবি মেরামত করে দেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: