শিরোনাম

South east bank ad

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্টিত

 প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

সোহেল কান্তি নাথ, (বান্দরবান):

বান্দরবানে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, জাতীয় পুষ্টি সেবার বাস্তবায়নে ও স্বাস্থ্য বিভাগের আয়োজনে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২১ উপলক্ষে সাংবাদিকদের নিয়ে এক ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার (৯ ডিসেম্বর) সকালে বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ের সেমিনার কক্ষে অপুষ্টি জনিত অন্ধত্ব নিমূল এবং মৃত্যু প্রতিরোধ করার লক্ষে এই ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্টিত হয়। কর্মশালায় সিভিল সার্জন ডা: অং সুই প্রু মারমা’র সভাপতিত্বে সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র শিক্ষা ও স্বাস্থ্য কর্মকর্তা সাসুইচিং মার্মা, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মনুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় সিভিল সার্জন ডা: অংসুই প্রু মারমা জানান, আগামী (১১ ডিসেম্বর) থেকে (১৪ডিসেম্বর) বান্দরবানে ৬৬ হাজার ৩শত ১৩জন শিশুকে ভিটামিন “এ” ক্যাম্পেইনের আওতায় ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। তিনি আরো জানান, এবারে বান্দরবান জেলায় ৬-১১ মাস বয়সী ৮ হাজার ৯শত ২৬জন শিশুকে ১টি করে নীল রঙ্গের ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী ৫৭ হাজার ৩শত ৮৭জন শিশুকে ১টি করে লাল রংয়ের ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: