মিরপুর থেকে অস্ত্র মামলার পলাতক আসামী’কে গ্রেফতার করেছে র্যাব-৪
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
ঢাকা মহানগরীর মিরপুর মডেল থানাধীন এলাকা হতে অস্ত্র মামলার ০১ জন এজাহার নামীয় পলাতক আসামী’কে গ্রেফতার করেছে র্যাব-৪।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, ডাকাতি, অস্ত্রধারী ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের জন্য শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে র্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে।
গত ৫ ডিসেম্বর ১৩.৩০ ঘটিকার সময় র্যাব-৪ এর একটি আভিযানিক দল মিরপুর মডেল থানাধীন দক্ষীন পীরেরবাগ এলাকায় অভিযান চালিয়ে ১টি ওয়ান শুটারগান, ৪ টি কার্তুজ ও ২ টি চাপাতিসহ আসামী মোঃ লিটন মোল্লা @ রাজা লিটন (৩৭) ও মোঃ জামাল হোসেন (৩৪) দ্বয়কে গ্রেফতার করা হয় এবং সে সময় কৌশলে কয়েকজন আসামী পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে মিরপুর মডেল থানায় গ্রেফতারকৃত আসামীসহ আরও কয়েকজনের নামে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। এরই ধারাবাহিকতায় র্যাব-৪ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে (৮ ডিসেম্বর) ডিএমপি ঢাকার মিরপুর মডেল থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে উপরোক্ত মামলায় নিন্মোক্ত ১ জন এজাহার নামীয় পলাতক আসামীকে গ্রেফতার করতে সমর্থ হয়।
গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ নজরুল ইসলাম (২৮), জেলা- ঝালকাঠি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ধৃত আসামী মোঃ নজরুল ইসলাম সহ তার অপরাপর আসামীরা দীর্ঘদিন যাবত আগ্নেয়াস্ত্র নিজেদের হেফাজতে রেখে নানা ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল।
গ্রেফতারকৃত আসামী’কে মিরপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং এই ধরনের অপরাধীদের বিরুদ্ধে র্যাবের জোড়ালো অভিযান অব্যাহত থাকবে।