যশোরে মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন
গোলাম মোস্তফা মুন্না, (যশোর) :
যশোরে মাদক মামলায় দোষী সাব্যস্ত করে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। বুধবার(৮ ডিসেম্বর) অতিরিক্ত জেলা দায়রা জজ প্রথম আদালতের মো. মোস্তফা কামাল এ আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত পলাতক আসামি খলিলুর রহমান তোতা শার্শা উপজেলার কাশিপুর গ্রামের সামশের আলী মল্লিকের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের এপিপি বিমল কুমার রায়।
আদালত সূত্র জানায়, ২০০৯ সালের ৭ সেপ্টেম্বর যশোর সদর উপজেলার পতেঙ্গালী গ্রামের কোতয়ালি থানা পুলিশ বিশেষ অভিযান চালায়। রাত ৯টায় পতেঙ্গালী ত্রিমোহনী এলাকায় পৌছালে আসামি ফ্রিডম মোটরসাইকেল ফেলে আাসামি পালিয়ে যায়। ওই মোটরসাইকেল তল্লাসি করে সীটের নিচে বিশেষ কায়দায় থাকা ৩৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ । এঘটনায় পুলিশ মোটরসাইকেলের মালিককে আসামি করে কোতয়ালি থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করেন কোতোয়ালি থানার এসআই হাফিজুর রহমান। ২০০৯ সালের ৫ ডিসেম্বর তোতাকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। সর্বশেষ বুধবার এ মামলা রায় ঘোষণা করে আদালত। একই সাথে আসামি পলাতক থাকায় আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।