পল্লবী থানা হতে চোলাইমদসহ ১ জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করেছে র্যাব-৪
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
ঢাকা মহানগরীর পল্লবী থানাধীন এলাকা হতে ১১৭.৮ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ ০১ জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করেছে র্যাব-৪।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদকদ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে।
এরই ধারাবাহিকতায় ০৮/১২/২০২১ ইং তারিখ ১২.৩০ ঘটিকার সময় র্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা মহানগরীর পল্লবী থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ১১৭.৮ লিটার দেশীয় তৈরি চোলাইমদ ও ০১ টি সিএনজিসহ নিম্নোক্ত ০১ জন মাদক কারবারি’কে গ্রেফতার করতে সমর্থ হয়ঃ
(ক) মোঃ সেকেন্দার (৬০), জেলা-মানিকগঞ্জ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ধৃত আসামী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। জিজ্ঞাসাবাদে সে তার উপরোক্ত নাম-ঠিকানা প্রকাশ করে। জিজ্ঞাসাবাদে আসামী আরো জানায় যে, সে দীর্ঘদিন যাবত লোকচক্ষুর আড়ালে কথিত দেশীয় তৈরি বাংলা চোলাই মদ দেশের বিভিন্ন স্থান হতে পাইকারী দরে ক্রয় করে এনে উক্ত সিএনজি ব্যবহার করে ঘটনাস্থলসহ রাজধানীর বিভিন্ন এলাকায় খুচরা দরে বিক্রয় করে আসছে। মাদকদ্রব্য সংক্রান্তে জিজ্ঞাসাবাদে ধৃত আসামী কোন সদুত্তর দিতে পারে নাই।
উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।