শিরোনাম

South east bank ad

জামালপুরের পুলিশ সুপারের প্রত্যাহারের দাবিতে নির্বাক প্রতিবাদ

 প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শামীম আলম, (জামালপুর) :

জামালপুরের পুলিশ সুপারকে প্রত্যাহারের দাবিতে চলমান আন্দোলনের পঞ্চম দিনে নির্বাক প্রতিবাদে মাঠে কর্মরত সাংবাদিকবৃন্দ।

বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে জেলার কর্মরত সাংবাদিকরা জামালপুর প্রেসক্লাবের সামনে পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদের প্রত্যাহারের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে সাংবাদিকরা। পঞ্চম দিনে মুখে কালো কাপড় বেধে নির্বাক প্রতিবাদ আন্দোলনের কর্মসূচী পালন করা হয়েছে।

এসময় জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে বক্তব্য রাখেন দৈনিক আজকের জামালপুরের সম্পাদক ও প্রকাশক এমএ জলিল, এটিএন বাংলা ও এটিএন নিউজের সাংবাদিক লুৎফর রহমান, বাংলাদেশ টুডের এম সুলতান আলম, সময় টিভির জাহাঙ্গীর আলম প্রমুখ। বক্তারা জানান, সাংবাদিকদের পিটিয়ে চামড়া তুলে ফেলা ও ডিজিটাল নিরাপত্তা আইনে ফাঁসানোর হুমকীদাতা পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদকে অবিলম্বে প্রত্যাহার দাবি করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত ধারাবাহিক আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে পুনাক মেলা সম্পর্কে অবহিত করতে সাংবাদিকদের ডাকেন পুলিশ সুপার। সভায় উপস্থিত না হওয়ায় পুলিশ সুপার ক্ষিপ্ত হয়ে জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানকে ধরে এনে পিটিয়ে চামড়া তুলে ফেলা এবং ডিজিটাল নিরাপত্তা আইনে ফাঁসানোর হুমকী দেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: