শিরোনাম

South east bank ad

নন্দীগ্রামে আদিবাসীদের সঙ্গে পুলিশের সংর্ঘষে আহত-১৫

 প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

প্রদীপ মোহন্ত, (বগুড়া):

বগুড়ার নন্দীগ্রাামে উপজেলায় চোলাই মদ উদ্ধার করতে গিয়ে পুলিশের সঙ্গে আদিবাসীদের সংর্ঘষ হয়েছে। এতে ৭ পুলিশসহ ১৫ জন আহত হয়েছেন। পরে আদিবাসীদের আস্তানা থেকে পুলিশ ১৮ লিটার চোলাই মদ উদ্ধার করেছে।

এ ঘটনায় পৃথক দুটি মামলায় ৭০ জনকে আসামী করা হয়েছে। থানার এসআই রেজাউল করিম বাদি হয়ে এ মামলা দায়ের করেছেন। মঙ্গলবার (৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের দাসগ্রামে বৃন্দাবনপাড়ায় এই সংর্ঘষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, আগামী শনিবার নয়ন মাহাতোর দুই মেয়ে পাতা মাহাতো ও লতা মাহাতোর বিয়ে। বিয়ে উপলক্ষে সামাজিক রীতি অনুযায়ী বর পক্ষের জন্য বাড়িতে চোলাই মদ তৈরি করে রাখে। মঙ্গলবার রাত ৮টার দিকে নন্দীগ্রাম থানা পুলিশের একটি দল তার বাড়িতে অভিযান চালায়। এসময় আদিবাসীদের ঘর তল্লাশিকালে পুলিশকে বাধা দেয়া হয়। একপর্যায়ে আদিবাসীরা ক্ষুব্ধ হয়ে পুলিশের উপর চড়াও হয়। এসময় আদিবাসী নারী-পুরুষ সঙ্ঘবদ্ধ হয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পরে। এতে আদিবাসী পল্লীর ৭-৮জন নারী-পুরুষ আহত হন।

এছাড়া নন্দীগ্রাম থানার উপ-পরিদর্শক ( এসআই) রেজাউল করিমসহ ৭ পুলিশ আহত হয়েছেন। আহতদের মধ্যে এসআই রেজাউল করিমকে গুরুতর অবস্থায় বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অপর ৬ পুলিশ সদস্য স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সুজন মাহাতো নামের একজনকে আটক করে। এসময় জাম্বু মাহাতোর বাড়ি থেকে ১৮ লিটার চোলাই মদ উদ্ধার করে পুলিশ।

দাসগ্রামের আদিবাসী পল্লীর জাম্বু মাহাতো বলেন, পুলিশের মারপিটে আদিবাসীদের মধ্যে হরিদাস মাহাতো, ভক্তি রানী মাহাতো, অন্তরা মাহাতোসহ ৭-৮ জন আহত হন। আদিবাসীদের ওপর পুলিশী হামলার প্রতিবাদ করছি।

তিনি অভিযোগ করে বলেন, পুলিশের একটি দল আদিবাসীদের বাড়িতে হানা দিয়ে ঘরে ঘরে তল্লাশির সময় নারী-পুরুষদের মারধর করেছে। এই পুলিশী হামলার আমরা প্রতিবাদ করছি।

এ ঘটনায় রাতেই নন্দীগ্রাম থানার এসআই রেজাউল করিম বাদি হয়ে সরকারি কাজে বাধা ও পুলিশের উপর হামলার ঘটনায় ৯ জনের নাম উল্লেখসহ ৬০ জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা করেছে। এছাড়া চোলাই মদ উদ্ধার ঘটনায় একজনকে আসামী করে আরো একটি মাদক দ্রব্য আইনে মামলা করা হয়েছে। তবে মামলার পর থেকে এজাহারভুক্ত আসামীরা পলাতক রয়েছে।

এবিষয়ে নন্দীগ্রাম থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, চোলাই মদ উদ্ধার করতে গেলে আদিবাসীরা পুলিশের উপর হামলা করে। এতে ৭ পুলিশ সদস্য আহত হন। তাদের হেফাজত থেকে ১৮ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: