কাজের মূল্য সমন্বয় ও রেড সিডিউল হাল নাগাদের দাবিতে বরিশালে ঠিকাদারদের মানববন্ধন
এম.মিরাজ হোসাইন, (বরিশাল) :
সকল ঠিকাদারী কাজের মূল্য সমন্বয় ও রেড সিডিউল হাল নাগাদের দাবিতে মানববন্ধন করেছে বরিশাল জেলার ঠিকাদাররা। মঙ্গলবার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনের সড়কে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়। এসময় ঠিকাদারী কাজের নির্মাণ সামগ্রী মূল্য বৃদ্ধি পাওয়ায়, তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন ঠিকাদার হালিম রেজা মোফাজ্জেল, ইকবাল হোসেন টিপু, শহিদুল্লাহ আজাদ, পারভেজ চান, মো. লিটন, মো. সেলিম প্রমূখ।
মানবন্ধনে বক্তারা বলেন, দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে ঠিকাদাররা। তবে বর্তমানে রড, সিমেন্ট ও ইট-বালু সহ সকল নির্মাণ সামগ্রীর মূল্য শতকরা ২৫ থেকে ৪৫ ভাগ বৃদ্ধি পাওয়ায় ঠিকাদারদের লোকসান গুনতে হয়। যার কারণে অনেকে ঠিকাদার এ পেশা ছেড়ে দিচ্ছেন। তাই ঠিকাদারদের ক্ষতি কাটিয়ে উঠতে অপেক্ষামান এবং চলমান সকল ঠিকাদারীর কাজের মূল্য সমন্বয় ও রেড সিডিউল হালনাগাদ করার দাবি জানান।