নগরকান্দায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
শফিকুল খান জনি, (ফরিদপুর):
ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের দক্ষিন বিলনালিয়ার নতুন হাটখোলা গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে (৭ ডিসেম্বর) মঙ্গলবার বেলা ২টার দিকে। বিষয়টি তালমা ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান কামাল হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, দক্ষিন বিলনালিয়া নতুন হাটখোলা গ্রামের আইয়ুব মৃধার ছেলে সাজিদ (৪) এবং একই গ্রামের মজিবর মুন্সীর পালকপুত্র তরিকুল (৫) বাড়ীর পার্শ্ববর্তী একটি পুকুরে পড়ে গিয়ে নিখোঁজ হয়। বেলা দুইটার দিকে দুই শিশুর লাশ ভেসে উঠলে স্থানীয়রা তা দেখতে পান। পরবর্তীতে তাদের উদ্ধার করে নগরকান্দা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষনা করেন।
নগরকান্দা হাসপাতালের চিকিৎসকেরা জানান, পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে এবং হাসপাতালে আনার আগেই তারা মারা যায়।
তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন জানান, দুই শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।