শিরোনাম

South east bank ad

শেরপুর মুক্ত দিবস পালিত

 প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শেখ সাঈদ আহাম্মেদ সাবাব, (শেরপুর):

শেরপুর মুক্ত দিবস আজ (৭ ডিসেম্বর)। শেরপুর মুক্ত দিবস উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে নানা কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে সকালে শহরে বর্নাঢ্য রেলী বের করা হয়। বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক।

পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত মুক্তিযুদ্ধা সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার নাহিদ হাসান চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডাের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, সদর উপজেলা কমান্ডার এডভোকেট মোখলেছুর রহমান।

পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উল্লেখ্য ১৯৭১ সালের এই দিনে শেরপুর অঞ্চলকে শক্রমুক্ত করা হয়। দেশের সীমান্তবর্তী এ জেলার প্রথম শক্রমুক্ত হয় ৪ ডিসেম্বর ঝিনাইগাতী, ৬ ডিসেম্বর মুক্ত হয় শ্রীবরদী উপজেলা এলাকা। এর পরদিন পাকিস্তান সেনাবাহিনীর হাত থেকে মুক্ত করা হয় শেরপুর অঞ্চলকে।

এই দিন মিত্রবাহিনীর প্রধান জগজিৎ সিং অরোরা শেরপুর শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে হেলিকপ্টারযোগে এসে নামেন এবং এক স্বতস্ফূর্ত সমাবেশে শেরপুরকে মুক্ত বলে ঘোষণা দেন। এ সময় তিনি বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: