ট্রলার ডুবিতে চরফ্যাশনের ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ১৩
আমিনুল ইসলাম, (চরফ্যাশন):
ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ভোলার চরফ্যাসনের এক ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ ২১ জেলের মধ্যে ৮ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে ১৩ জেলের এখনো খোঁজ পাওয়া যায়নি। প্রাথমিকভাবে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, চর মানিকা জোনের কোষ্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার হারুন অর রশিদ। এ সংবাদ লেখা পর্যন্ত ওই ট্রলারের ১৩ জেলে ও ট্রলারটি নিখোঁজ রয়েছে।
গতকাল সোমবার (০৬ ডিসেম্বর ২০২১) মধ্যরাতে সাগরে ঝড়ের কবলে পড়ে আবদুল্লাহপুর ইউনিয়নের কামাল খন্দকারের মালিকানাধীন “মা শামসুননাহার” নামের মাছ ধরার ট্রলারটি ডুবে যাওয়ার ঘটনা ঘটে। নিখোঁজ জেলেদের বাড়ি চরফ্যাসন উপজেলার আবদুল্লাহপুর ইউনিয়নের শিবা ও আহম্মদপুর গ্রামে।
প্রত্যক্ষদর্শী জেলেদের বরাত দিয়ে ট্রলার মালিক কামাল খন্দকার মুঠোফোনে জানান, গত শনিবার বাচ্চু মাঝিসহ ২১ জেলে ঢালীর হাট মৎস্যঘাট থেকে ইলিশ শিকারের জন্য সাগরে যায়। ঘূর্ণীঝড় জাওয়াদের প্রভাবে বৈরি আবহাওয়ায় সাগরে টিকতে না পেরে জেলেরা নিজস্ব মৎস্য ঘাটে রওয়ানা হয়। ফেরার আগে রোববার রাতে বাচ্চু মাঝির সাথে আমার কথা হয়। সোমবার দুপুরে অন্য মাঝিদের কাছ থেকে খবর পাই যে, রাতে ঘুর্ণীঝড় জাওয়াদের কবলে পড়ে আমার ট্রলার ডুবে গেছে। ট্রলারে থাকা জেলেরা জীবিত আছে কি-না এখনও নিশ্চিত বলতে পারছিনা।
এদিকে ট্রলার মালিক কামাল খন্দকার দুপুরে খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।