ভোলা সমিতি ঢাকার উদ্যোগে অসহায় এতিম ১৭ জোড়া বর-কনের বর্ণাঢ্য শুভ বিবাহ অনুষ্ঠান
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
ভোলা সমিতি ঢাকার বিবাহ সহায়তা প্রকল্পের আওতায় ১৭ জোড়া অসহায় এতিম বর-কনের বিবাহ অনুষ্ঠান ২০২১ বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে সম্পন্ন হল। বিবাহ অনুষ্ঠানে কনেদের বরদের নিকট সমর্পণ করেন ভোলা ২আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।
এসময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি অধ্যাপক ড.মাকসুদ হেলালি, সাধারণ সম্পাদক সহিদুল হক মুকুল,বিবাহ প্রকল্পের আহ্বায়ক এম ইউ গোলাম রসূল বেলাল, সদস্য সচিব এসএম মনিরুজ্জামান লিটন, সহ সভাপতি এবি এম মামুন অর রশিদ, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার, লায়ন নজরুল ইসলাম চৌধুরী আমিরুল ইসলাম বাচ্চু সাবেক সচিব আবুল কালাম আজাদ অতিরিক্ত সচিব মো:জহুরুল হক নাহি গ্রুপের এমডি মনিরা নোমান , যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী এটিএম মহিউদ্দিন ফারুক, মহিলা উপ-কমিটির সদস্য বেগম রওশন আরা চৌধুরী রুনু, খালেদা আখতার জাহান বিলাসী, ফাতেমা মমতাজ মুন্নি, মোছা: মাসুমা আক্তার পান্না, বিবি খাদিজা।
শুভ বিবাহ অনুষ্ঠানের দোয়া পরিচালনা করেন সমিতির ধর্মবিষয়ক সম্পাদক ড.মোঃ হারুনুর রশিদ বিবাহ অনুষ্ঠানে বর-কণেদের স্বাবলম্বী করনের জন্য প্রতি দম্পতিকে নগদ ৫০,০০০.০০ হাজার টাকা প্রদান। ৪জন দম্পতিকে বাড়ি নির্মাণ সহায়তা। সকল কনেদের স্বর্ণালঙ্কার, সাজসজ্জার জিনিসপত্র, সকল বরদের মোবাইল সেট প্রদান করা হয়।