র্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
আরাফাত হাসান, (মাদারীপুর):
র্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম এর নেতৃত্বে গতকাল শনিবার (০৪ ডিসেম্বর ২০২১ইং) তারিখ মাদারীপুর জেলার কালকিনি থানা এলাকায় পৃথক ০২টি অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে মাদারীপুর জেলার কালকিনি থানাধীন ভুরঘাটা মজিদবাড়ি সাকিনস্থ আনোয়ার বেপারী, পিতাঃ মৃত নুরউদ্দিন বেপারী এর বসত বাড়ির উত্তর পাশে অভিযান পরিচালনা করে আসামী মীর মিলন(৪৮), পিতা-মৃত মীর পান্না, মাতাঃ আছিয়া বেগম, সাং-পূর্ব পূয়ালী(ওয়ার্ড নং-০৫), থানাঃ ডাসার, জেলাঃ মাদারীপুর'কে ৮২(বিরাশি) পিস ইয়াবা ট্যাবলেট, মাদক ক্রয় বিক্রয়কৃত নগদ ১,৫০০/-টাকাসহ একই জেলার কালকিনি থানার পশ্চিম মিনাজদি সাকিনস্থ বিশ্বাসবাড়ী বালুর মাঠের পশ্চিমপাশে গোপালপুর হইতে ঘুঙ্গাকুল গামী রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী মোঃ রিপন কাজী(৩৫), পিতাঃ ছত্তার কাজী, মাতাঃ ছবুরন বিবি, সাং-পশ্চিম মিনাজদি( ওয়ার্ড নং-০৯), থানাঃ কালকিনি, জেলাঃ মাদারীপুর'কে ১১৭(একশত সতের) পিস ইয়াবা ট্যাবলেট, মাদক ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত ০১টি মোবাইল এবং ০১টি সীমকার্ডসহ উদ্ধার করা হয়। আটককৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ অত্র এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। ধৃত আসামীদ্বয়কে উদ্ধারকৃত ইয়াবা ও অন্যান্য আলামতসহ মাদারীপুর জেলার কালকিনি থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে মাদারীপুর জেলার কালকিনি থানায় ০২টি পৃথক মাদক মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-৮ এর এধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান - মোহাম্মদ সাদেকুল ইসলাম,স্কোয়াড্রন লীডার,কোম্পানী কমান্ডার,র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর।