আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবসে বরগুনার সেরা-১০
এম.এস রিয়াদ, (বরগুনা):
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস-২১ উদযাপন উপলক্ষে ইউনিট পর্যায়ে সেরা স্বেচ্ছাসেবক পুরুষ্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবসের সূচনা হয়।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বরগুনা ইউনিটের আয়োজনে আজ রবিবার ( ০৫ ডিসেম্বর ২০২১) সকাল সাড়ে ৯ টার দিকে বরগুনা রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে রেড ক্রিসেন্ট বিদ্যানিকেতন মাঠে আলোচনা সভায় মিলিত হয়।
কোরআন থেকে তেলাওয়াত, গীতা থেকে পাঠ ও রেড ক্রিসেন্ট সঙ্গীতের মধ্য দিয়ে দ্বিতীয় কর্যক্রমের আনুষ্ঠানিকতা শুরু করেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য করেন- বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বরগুনা ইউনিটের সেক্রেটারি এডভোকেট মোঃ আব্দুল মোতালেব মিয়া।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বরগুনা যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান মেহেদী হাসান মুসার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য করেন- জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) শাহাদাত হোসেন, বরগুনা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য গোলাম কিবরিয়া পিন্টু, বরগুনা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মোঃ মতিউজ্জামান, ইউনিট লেভেল অফিসার (ইউএলও) মাহবুবুর রহমান মিলন, রেড ক্রিসেন্ট বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক আব্দুল হাকিম ও উপজেলা যুব দলনেতা, রোভার স্কাউট, উৎসর্গ ও বিডিক্লিন স্বেচ্ছাসেবক ।
এসময় রেড ক্রিসেন্ট সোসাইটি বরগুনা জেলার সকল উপজেলা ও বিদ্যালয় কেন্দ্রীক যুব সদস্য ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিলো- আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে পাঁচ শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালিকা প্রকাশ, 'আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী' প্রতিপাদ্যের উপরে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বিকেলে ইউনিট পর্যায় শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক পুরুষ্কার ২০২১ এর জন্য মনোনীত ১০ স্বেচ্ছাসেবক বরগুনা জেলা যুব রেড ক্রিসেন্ট ইউনিটের উপ-যুবপ্রধান-১ মোঃ সোহেল মিয়া, উপ-যুবপ্রধান-২ শারমিন আক্তার, জনসংযোগ ও পরিকল্পনা বিভাগের বিভাগীয় প্রধান মোঃ শাওন-১, প্রশিক্ষণ বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আব্দুর রহমান, উপ-প্রধান মিতা সিকদার, বন্ধুত্ব বিভাগের বিভাগীয় প্রধান মোঃ রেদোয়ান আকন, স্বাস্থ্য বিভাগের বিভাগীয় উপ-প্রধান মোঃ শাওন-২, যুব সদস্য স্বর্না আক্তার, বেতাগী উপজেলা শাখার দলনেতা অলি আহমেদ ও পাথরঘাটা উপজেলা শাখার জনসংযোগ ও পরিকল্পনা বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আল আমিন এর হাতে সনদ, ক্রেস্ট, মেডেল, রেড ক্রিসেন্ট লোগো সম্বলিত টি শার্ট তুলে দেয়া হয়। সেই সাথে সাবেক যুব সদস্য ও বর্তমান যুব সদস্যদের অভিভাকদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়েছে।
অভিভাবক সমাবেশ ও সর্বশেষ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস-২১ এর সমাপনী ঘোষণা করা হয়।
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে আয়োজিত গোটা অনুষ্ঠানের সঞ্চালনা করেন যুব রেড ক্রিসেন্ট সোসাইটি বরগুনা যুব ইউনিটের রক্ত বিভাগের বিভাগীয় প্রধান মোঃ সজিব হোসেন।